হবিগঞ্জ-৪: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যারিস্টার সুমনকে শোকজ

|

ফাইল ছবি।

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি ও হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল। আগামী ২ জানুয়ারির মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে প্রার্থীকে লিখিত ব্যাখ্যা জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

গত ২৭ ডিসেম্বর নিজেকে নৌকার সমর্থক দাবি করে আব্দুল হাই প্রিন্স নামের একজন তার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। পরে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের চিঠির প্রেক্ষিতে তাকে এ নোটিশ প্রদান করা হয়।

চিঠিতে প্রিন্স অভিযোগ করেন, নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ-৪ আসনে বিলিকৃত পোস্টারে আইনবিরুদ্ধভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করেছেন। অভিযোগ পেয়ে জেলা রিটার্নিং অফিসার নমুনা পোস্টারসহ গত ৩১ ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে বিষয়টি উপস্থাপন করেন। নমুনা পোস্টার পর্যালোচনা করে কমিটির মনে হয় তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্যারিস্টার সুমনকে শোকজ করা হয়েছিল।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply