দখলকৃত পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলের সাঁড়াশি অভিযান। মঙ্গলবারও (২ জানুয়ারি) প্রাণ হারিয়েছেন ৪ ফিলিস্তিনি। পাল্টা প্রতিরোধে আহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এসব তথ্য জানায় ইসরায়েলের প্রতিরক্ষা দফতর আইডিএফ। তাদের দাবি, আজ্জুন এলাকায় সেনাবহরের ওপর হামলা চালায় অস্ত্রধারীরা। নাশকতা প্রতিহতে গুলি ছোঁড়ে সেনারা। ঘেরাও করা হয় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা।
৪ ফিলিস্তিনির মরদেহ ছাড়াও তিনটি কার্লো সাব-মেশিনগানের ছবি প্রকাশ করা হয়েছে। অভিযোগ, এসব অস্ত্রের মাধ্যমেই চালানো হয়েছে হামলা।
গত ৭ অক্টোবরের পর গাজা উপত্যকার পাশাপাশি পশ্চিম তীরেও চলে ইসরায়েলি আগ্রাসন। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩২০ জন। ধরপাকড়ের শিকার ৫ হাজারের বেশি।
/এএম
Leave a reply