জাপানে ভূমিকম্প: ৪৮ মরদেহ উদ্ধার, বাড়তে পারে আরও

|

কানাজাওয়াতে শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত রাস্তার একটি দৃশ্য। ছবি: ইএফই

জাপানে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

সোমবার (১ জানুয়ারি) ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকা। ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বিপর্যস্ত এলাকায় পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তাই আমরা হেলিকপ্টারে এসব স্থানে খাবার ও ওষুধ পাঠানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত দেড় হাজারের বেশি কর্মী নিয়োগ দেয়া হয়েছে উদ্ধারকাজ চালানোর জন্য। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আকাশ পথের পাশাপাশি সাগর পথেও চলছে উদ্ধার কাজ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দেখা যায়, ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বহু স্থাপনা। ধসে পড়েছে বিভিন্ন স্থানের সড়ক। আগুন ধরে যায় বিভিন্ন স্থানে। বিদ্যুতহীন হাজার হাজার ঘরবাড়ি।

এ ঘটনার পর জাপানকে সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিটেনও। এর আগে, ২০১১ সালে জাপানে হওয়া ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রাণ যায় প্রায় ২০ হাজার মানুষের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply