সরকারি চাকরির ১ম-২য় শ্রেণিতে কোটা পদ্ধতি বাতিল

|

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এ কথা। তিনি জানান, ২-৩ দিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এখন থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে হবে নিয়োগ।

শফিউল আলম এসময় আরও জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকুরির ক্ষেত্র কোটা সংস্কার কমিটি সুপারিশ করেনি। তাদের ক্ষেত্রে সময়ের প্রয়োজনে বিচার বিশ্লেষণ করা যেতে পারে, কোটা থাকবে কি না সেটা সময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply