সিডনিতে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ২ উইকেটে ১১৬ রান।
আগের দিনের বিনা উইকেটে ৬ রানে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। নিজের বিদায়ী টেস্টে উসমান খাজাকে নিয়ে দিনের শুরুটা দুর্দান্ত করেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানি বোলারদের মোকাবিলা করে সচল রাখেন রানের চাকা। উদ্বোধনী জুটি থেকে আসে অর্ধশত রানের পার্টনারশিপ। দলীয় ৭৮ রানে ওয়ার্নারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আগা সালমান। উসমান খাজাকে ৪৭ রানে প্যাভিলিয়নের পথ দেখান আমীর জামাল। লাবুশেন ২৩ রানে এবং স্টিভেন স্মিথ ৬ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়া এখনও ১৯৭ রানে পিছিয়ে আছে।
এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। পরে রিজওয়ানের ৮৮ ও আগা সালমানের ৫৩ রানে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় সফরকারিরা। আর শেষ উইকেটে আমীর জামাল ও মীর হামজার ৮৬ রানের জুটিতে ৩১৩ রানের স্কোর পায় শান মাসুদের দল। অজিদের হয়ে ৫ উইকেট নেন প্যাট কামিন্স।
উল্লেখ্য, প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট এটি।
/এএম
Leave a reply