যুক্তরাষ্ট্রে মসজিদের সামনে গুলি করে এক ইমামকে হত্যা করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ছয়টায় নিউ জার্সি অঙ্গরাজ্যে ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনা। খবর এপির।
এখনও হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। কর্তৃপক্ষ জানায়, নিহত ইমাম হাসান শরিফ তার ব্যক্তিগত গাড়িতে ছিলেন। এসময় একাধিকবার তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশ জানায়, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। হামলাকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় একটি মসজিদে পাঁচ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করছিলেন তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে বেড়েছে সাম্প্রদায়িক সহিংসতা। প্রায়ই হামলার শিকার হচ্ছেন ইহুদি ও মুসলিম কমিউনিটির বাসিন্দারা।
/এএম
Leave a reply