গাজায় প্রাণ গেলো আরও ১২৫

|

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের স্বজনদের শোক প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও ১২৫ ফিলিস্তিনির। আরও তিন শতাধিক আহত। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ জানায়, গাজাজুড়ে হামলা ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। দিনভর তাণ্ডব চালানো হয়েছে খান ইউনিসে। বেশকিছু আবাসিক ভবনে ছোঁড়া হয়েছে বোমা। খান ইউনিসে একদিনে প্রাণ হারিয়েছে ৩২ জন। এছাড়া, ভারী বোমাবর্ষণ হয়েছে রাফাহ এলাকায়। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আগ্রাসনের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোয় বেড়েছে আহতদের ভিড়। আইসিউতে নেই তিল ধারণের ঠাঁই।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস। এতে নিহত হন এক হাজার ২০০ মানুষ ও জিম্মি হয় প্রায় ২৪০ জন। সেদিন থেকেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল, যার ৯০ দিন পূরণ হলো গতকাল। ইসরায়েলের চলমান আগ্রাসনে মৃত্যু হয়েছে ২২ হাজার ৪৩৮ ফিলিস্তিনির। যা, গাজা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply