ফের বিএসএফের হাতে বাংলাদেশি নিহত

|

শেরপুরের গজনী সীমান্তে বিএসএফের হাতে আশরাফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। বিজিবির ঝিনাইঘাতী নকশী ক্যাম্প কমান্ডার নুরুল ইসলাম আজ বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি কর্মকর্তা জানান, লাশ বর্তমানে বিএসএফের কাছে রয়েছে। আগামীকাল হস্তান্তর করতে পারে ভারতীয় বাহিনী। তবে কিভাবে হত্যা করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে পারেননি নুরুল ইসলাম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চান দাবি করে আশরাফ আলীকে গুলি করে হত্যা করা হয়। কয়েকজন বন্ধুর সাথে আশরাফ সীমান্ত এলাকায় ঘুরতে গেলে বিএসএফ সদস্যরা গুলি করে। অন্যরা পালিয়ে এলেও আশরাফ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর বিএসএফ লাশ নিয়ে চলে যায়।

এদিকে গতকাল বুধবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি যুবক নিহত হন। বলদিয়া সীমান্তে তোরশা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয় বলে জানায় বিজিবি।

নিহত জাহাঙ্গীর হোসেন (৩২) বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। ডাক্তাররা জানান, জাহাঙ্গীরের বাম হাত ও পাঁজরে গুলি লাগে এবং হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply