ইন্টারপোল প্রধান এক সপ্তাহ ধরে নিখোঁজ!

|

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল এর প্রধান মেং হোয়াওয়েই নিখোঁজ হয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে চীনা এই নাগরিকের কোনো খোঁজ পরিবারের সদস্যরা পাচ্ছেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্স।

বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর থেকে বের হয়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মেং হোয়াওয়েই। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুই বছর আগে ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হন মেং। ৬৪ বছর বয়সী মেং চীনের কমিউনিস্ট পার্টির একজন জ্যেষ্ঠ নেতা।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর ফরাসি কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে মেং ফ্রান্সে নিখোঁজ হননি।

এক বিবৃতিতে ইন্টারপোল জানিয়েছে, ‘ফ্রান্স ও চীন উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয় এটি। প্রেসিডেন্ট মেং ইন্টারপোলের নির্বাহী কমিটির নেতৃত্বে ছিলেন এবং সংস্থাটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেন।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply