‘পাকিস্তান-ব্রিটিশ আমলেও এত নির্যাতনমূলক কোন আইন হয়নি’

|

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনটি বলছে, এই আইন কেবল গণমাধ্যমের স্বাধীনতা নয়, মত প্রকাশের অধিকারকেও ভুলন্ঠিত করবে।

আজ শনিবার সকালে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, সংবাদমাধ্যম ও নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কেবল পাকিস্তান নয় ব্রিটিশ আমলেও এত নির্যাতনমূলক কোন আইন তৈরি হয়নি। সরকার নিজেদের দুর্নীতি ও অনিয়ম ঢাকতে এই আইন প্রণয়ন করছে।

অনুষ্ঠানে বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, সেলফ সেন্সরশিপ আরোপ করে মানুষকে ভয় দেখাতেই এই আইন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে ক্ষমতাসীনরা।

অনুষ্ঠানের সভাপতি ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি চূড়ান্ত আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply