ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ শুরু

|

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে স্থগিত ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল চারটা পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কেন্দ্র দখল ও ছয়টি ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ফলে আসনটির চূড়ান্ত ফল ঘোষণাও আটকে যায়। পরদিন (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানান, ১৩ জানুয়ারি এই কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসন। এই আসনে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৫২ হাজার ২১১ ভোট। স্থগিত হওয়া ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৩২ জন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply