চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের আনন্দে ভাসছে রিয়াল মাদ্রিদ। এই শিরোপা জয়ে সব থেকে বড় ভূমিকা রেখেছেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ভিনির দুর্দান্ত হ্যাটট্রিকে শিরোপা পুনরুদ্ধার করে স্প্যানিশ জায়ান্টরা।
এদিন, গোল করেই গ্যালারির দিকে ছুটে গিয়ে মেতে উঠলেন রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপনে। তার আদর্শ ও প্রিয় নায়ক, তর্কসাপেক্ষে রিয়ালের সর্বকালের সেরা ফুটবলারের প্রতি ভালোবাসার দারুণ এক নিদর্শনই বটে!
রোনালদোর প্রতি ভালোবাসা ও অনুরাগের কথা বলায় বরাবরই উচ্চকণ্ঠ ভিনিসিয়াস। ফাইনালে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে গুঁড়িয়ে দেয়ার পর ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তা তুলে ধরলেন আরেকবার।
ভিনিসিয়াস বলেন, উদযাপনটি ছিল ক্রিসের (রোনালদো) জন্য। তিনি আমার আদর্শ। এখন তিনি এখানেই খেলেন। যেভাবে আজকে আমরা খেলেছি এবং যা করেছি, তাতে আমি খুবই খুশি। বার্সেলোনাকে হারানো সহজ নয় এবং ৪-১ গোলের জয় তো আরও কঠিন। প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলেছি আমরা।
/আরআইএম
Leave a reply