নিখোঁজ সাংবাদিককে হত্যা করা হয়েছে, সন্দেহ তুর্কি প্রশাসনের

|

তুরস্কে নিখোঁজ সৌদি সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে তুর্কি প্রশাসন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটি।

ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে গিয়ে চারদিন আগে নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। শনিবার তুর্কি কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দূতাবাসের ভেতরেই হত্যা করা হয় ওই সাংবাদিককে। এরপর দূতাবাস থেকে দ্রুত সরিয়ে ফেলা হয় মরদেহ।

তুরস্কের দাবিকে ভিত্তিহীন বলেছেন সৌদি দূতাবাসের এক কর্মকর্তা। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি প্রশাসন। তবে দু’দিন আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, চাইলে সৌদি দূতাবাসে তল্লাশি চালাতে পারে তুর্কি কর্মকর্তারা। সৌদি আরবের বর্তমান শাসক পরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত জামাল খাশোগি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply