হঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম

|

হঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম। মোকামগুলোয় দাম বাড়ার প্রভাব পড়েছে রাজধানীতেও। এ দফায় মোটা, মাঝারি ও সরু—সব ধরনের চালের দামই বেড়েছে। বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে মিল মালিকেরা দাম বাড়িয়েছেন।

সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। এবার আমন ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচ আগের তুলনায় বেড়েছে। এই পরিস্থিতিতে, মিল মালিক ও চাল ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসছেন খাদ্যমন্ত্রী।

দোকানীদের অভিযোগ, সরবরাহ কমিয়ে বাজারে চালের সংকট তৈরির চেষ্টা চলছে। সপ্তাহখানেক আগে যে মোটা চালের কেজি ৫০ থেকে ৫২ টাকা ছিল, তা এখন কিনতে হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়। মিনিকেট চালের কেজি বেড়ে হয়েছে ৭০ থেকে ৭২ টাকা। আর নাজিরশাইলের মতো সরু চাল বেড়ে ৭৫ থেকে ৮৫ টাকা হয়েছে।
এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply