বরগুনায় বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা

|

বরগুনা করেসপনডেন্ট:

বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে জেলার সকল রুটে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট।

সকাল থেকেই টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। চালক ও সহকারীরা জানান, ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে রোববার রাতে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের কার্যালয়ে হামলার শিকার হন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ছগীর। এসময় ভাঙচুর করা হয় কার্যালয়টিও।

এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সকাল থেকে বরগুনার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন সংশ্লিষ্টরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প পরিবহনে যাতায়াত করছেন অনেকেই।

উল্লেখ্য, বরগুনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে প্রতিদিন তিন শতাধিক বাস চলাচল করে।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply