দুর্নীতি মামলায় মায়ার সাজা বাতিল

|

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল মঞ্জুর করে তাকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পুনঃশুনানি শেষে সোমবার সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০০৭ সালে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদকের সহকারী পরিচালক নূরুল আলম মামলাটি দায়ের করেন।

২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন। পরে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন মোফাজ্জল হোসেন চৌধুরী। আপিলে আওয়ামী লীগের এ নেতার কারাদণ্ড বাতিল করেছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর ২০১৫ সালে মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন আপিল বেঞ্চ। একইসঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানির নির্দেশও দেওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply