মাভাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা; ছাত্রলীগের সভাপতিসহ ৫ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত

|

শিক্ষক লাঞ্ছনার অভিযোগে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার বিকালে ঢাকায় এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে লাঞ্ছনায় জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন শিক্ষক বিভিন্ন পদ থেকে পদত্যাগ করার জন্য আবেদন জমা দেন।

শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ঈশিতা বিশ্বাস দ্বিতীয় সেমিস্টারের কোয়ান্টাম মেকানিক্স-১ বিষয়ে ফেল করে। গতকাল জোর করে তাকে মান উন্নয়ন পরীক্ষায় বসিয়ে দেয় ছাত্রলীগ সভাপতি সজীব তালুকদার ও তার সহযোগীরা। বিভাগের শিক্ষকরা বাধা দিলে ছাত্রলীগ সভাপতি কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply