জীবন্ত ক্যালেন্ডার বিস্ময়কর তাইফ

|

রীতিমত অবাক করার মতো। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অথচ যে কোন বছরের যে কোন দিন কী বার ছিল, তা বলে দিতে পারে নিমিষেই। মুখস্ত বিভিন্ন সমসাময়িক অনেক সাধারণ জ্ঞানও। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সেই বিস্ময়বালক তাইফ আহমেদ। বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু সেই শারীরিক সীমাবদ্ধতা দমাতে পারেনি তাকে। বিরল প্রতিভার অধিকারী তাইফের দখল আছে প্রযুক্তি ব্যবহারেও।

ডাউকী গ্রাম তো বটেই, আলমডাঙ্গা উপজেলাজুড়েই নাম ছড়িয়েছে তাইফ আহমেদের। বুদ্ধিপ্রতিবন্ধি, তাই তাইফের সুযোগ হয়নি গ্রামের আর দশটা ছেলের মত স্কুলে যাবার। যা লেখাপড়া, তা করেছে বাড়ির লোকজনের সহায়তায় ঘরে বসেই। মেধাবী তাইফের আত্মস্থ বিভিন্ন দেশের রাজধানী ও আর রাষ্ট্র প্রধানদের নামও।

প্রযুক্তিতেও জ্ঞান কম নয় এই কিশোরের। যে কারও মোবাইল ফোন ও কম্পিউটারে ছোটখাট কোন সমস্যা দেখা দিলে, তারও সমাধান করতে পারে তাইফ।

স্থানীয়রা তাইফের নাম দিয়েছে জীবন্ত ক্যালেন্ডার। গ্রামের সবার মধ্যমনি এই কিশোর সবাইকে মাতিয়ে রাখে তার সুরেলা কণ্ঠ দিয়েও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply