নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত অন্তত ৩০

|

নাইজেরিয়ার প্লাতিউ রাজ্যে বেশকয়েকটি সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু নাগরিক। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

সেখানে সম্প্রতি মুসলিম পশুপালক ও খ্রিস্টান চাষি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, গত বুধবার (২৪ জানুয়ারি) দেশটির মাঙ্গু শহরের আশপাশে ঘটে এসব সহিংসতার ঘটনা।

সম্প্রদায়ের নেতারা জানায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) মাঙ্গুতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা সত্ত্বেও পরে আরও হামলায় স্কুল, উপাসনালয় ও বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা একসাথে বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে। নির্বিচারে নারী ও শিশুসহ সবার ওপর গুলি চালিয়েছে।

প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তপ্ত থাকে প্লাতিউ রাজ্য। আর তাই রাজ্যজুড়ে বর্তমানে চলছে কারফিউ। এর আগে, গত ২৫ ডিসেম্বরের দাঙ্গা-হাঙ্গামায় অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরে সংঘাতে মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply