পদ্মার চরাঞ্চলে নদী ভাঙ্গনে আক্রান্তদের মাঝে টিন ও নগদ অর্থসহ ত্রাণ বিতরণ

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের শিবচরের পদ্মার চরাঞ্চলে নদী ভাঙ্গন আক্রান্তদের মাঝে ঘর নির্মাণের জন্য টিন, নগদ অর্থ, চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, মঙ্গলবার সকালে প্রশাসনের উদ্যোগে পদ্মা নদীর চরাঞ্চল উপজেলার চরজানাজাত ইউনিয়নের নেপালের খেয়াঘাটে নদী ভাঙ্গন কবলিত ৫ শ ৯০ পরিবারের মাঝে প্রত্যেককে ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়িসহ ১১ প্রকারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় নদী ভাঙ্গনে ঘর-বাড়ি হারানো ৭০ পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য ১ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা দেওয়া হয়।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply