ভারত থেকে আলু আমদানির উদ্যোগ

|

আলুর বাজার স্থিতিশীল করতে ভারত থেকে আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে। এ ব্যাপারে উভয় দেশের নীতি-নির্ধারনী পর্যায়ে আলোচনা হয়েছে। সবশেষ গত ডিসেম্বরের মাঝামাঝি ভারত থেকে আলু আমদানি বন্ধ হয়ে যায়।

এদিকে, এবার নতুন আলু বাজারে আসলেও দাম বেশ চড়া। আমদানিকারকরা ইতোমধ্যে খামার বাড়িতে আলু আমদানির অনুমতির জন্য আবেদন করেছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, অনুমোদন পেলে রোববার (৪ ফেব্রুয়ারি) হিলি বন্দর দিয়ে ভারত থেকে পুনরায় আলু আমদানি শুরু হতে পারে। তাদের আশা, এতে খোলা বাজারে দাম কিছুটা কমে আসবে।

রাজধানীর বাজারে এখন প্রতি কেজি আলুর দর হাকা হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। ক্রেতারা বলছেন, আমদানি জাত দেশে আসলে দাম কিছুটা কমবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply