এমবাপ্পের পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছুই জানেন না এনরিখে

|

ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিখে। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের রাডারের নীচে এই ফরোয়ার্ড। তবে মৌসুম শেষের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে দাবি করেন তিনি। এদিকে গুঞ্জন রয়েছে এমবাপ্পেকে ধরে রাখতে বড় অংকের পারিশ্রমিকের প্রস্তাব দিতে পারে পিএসজি।

একমাত্র বিধি বলে দিলে হয়তো সহজ হত কিলিয়ান এমবাপ্পের বিধান। ধোঁয়াশা তৈরি হলেও এখনো নিশ্চিত নয় এই ফরাসি তারকার পরবর্তী গন্তব্য। রিয়াল মাদ্রিদের পাশাপাশি লিভারপুলের রাডারের নীচে আছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই সদস্য।

সবশেষ মৌসুমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়ে উঠে জোড়ালো গুঞ্জন। তবে সবাইকে তাক লাগিয়ে পিএসজির সাথে আরও এক মৌসুমের চুক্তি করে বসেন এমবাপ্পে। মেসি-নেইমারবিহীন পিএসজিতে আলোর কেন্দ্রবিন্দুতে আসেন এই ফরাসি তারকা।

পিএসজির সাথে নতুন চুক্তিতে ঘর বদলের দ্বার উন্মুক্তই রাখেন কিলিয়ান। শর্ত অনুযায়ী শীতকালীন দলবদলের সময়ে অন্য ক্লাবে আগাম চুক্তি করতে পারবেন তিনি। পিএসজি কোচ লুইস এনরিখেকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন এ বিষয়ে কিছুই জানেন না।

লুইস এনরিখে বলেন, সত্যি বলতে আমি আসলেই জানি না কিলিয়ানের পরবর্তী গন্তব্য কোথায় হতে যাচ্ছে। তাকে দলে নিতে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল বেশ আগ্রহী। তবে সব কিছু পরিস্কারভাবে জানা যাবে মৌসুম শেষ হলে। তার আগে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

গুঞ্জন রয়েছে ক্লাবগুলোর এজেন্টরা এমবাপ্পেকে দলে ভেড়াতে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে। এই ফরাসিও তার পরবর্তী গন্তব্য নিয়ে আছেন দ্বিধায়। তবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকাকে ধরে রাখতে বড় অংকের অর্থ প্রস্তাব দিতে পারে পিএসজি।

গত মৌসুমে দলবদল ইস্যুতে জল ঘোলা হয়েছে এমবাপ্পে ও পিএসজির মধ্যে। তাই নতুন করে ওই ঝামেলায় না জড়িয়ে এই ফরোয়ার্ডের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply