ফ্লোরিডায় ভ্রাম্যমাণ বাড়ির ওপর বিধ্বস্ত বিমান

|

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভ্রাম্যমাণ বাড়ির ওপর পড়ে বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।

কর্তৃপক্ষ জানায়, ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার এলাকায় এক ইঞ্জিনের ‘বিচক্রাফট বোনাঞ্জা ভি৩৫’ নামে ছোট বিমানটি বিধ্বস্ত হয়ে একটি ভ্রাম্যমাণ বাড়ির ওপর পড়লে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত চারটি ঘর।

দেশটির ফেডারেল এভিয়েশন ডিপার্টমেন্ট জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এই দুর্ঘটনা। শহরটির ফায়ার সার্ভিস জানায়, বিমান ও ভ্রাম্যমাণ বাড়িতে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে কতজন মারা গেছে, সে ব্যাপারে নিশ্চিত নয় তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply