‘সময়মতো তারেক রহমান আত্মসমর্পণ করবেন’

|

ফাইল ছবি

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে।

এ মামলায় তারেক রহমানের সাজা প্রত্যাখ্যান করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। আমরা রায়ে সন্তুষ্ট নই। তারেক রহমান সময়মতো আত্মসমর্পণ করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বুধবার দুপুরে বিশেষ জজ আদালত-৫–এর বিচারক শাহেদ নূর উদ্দীন এই রায় দেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সে সময়ের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২২ জন মারা যান। পরে আহতদের মধ্যে আরও দু’জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪ জনে। এঘটনায় আহত হন কয়েকশ’। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, কানে গুরুতর আঘাত পান তিনি। এজন্য, তাকে দীর্ঘমেয়াদে চিকিৎসাও নিতে হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply