এডিস মশা নিধনে ফেব্রুয়ারির শেষ থেকে অভিযান: মেয়র আতিক

|

ফেব্রুয়ারির শেষে থেকে এডিস মশা নিধনে অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে ডেঙ্গু মোকাবেলায় বছরব্যাপী প্রস্তুতি ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে মেয়র আতিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেছেন, ঠিকাদারের মাধ্যমে এডিস নিধন ব্যাকটেরিয়া এনে প্রতারিত হতে হয়েছে। তাই লার্ভা ধ্বংসে ব্যাকটেরিয়া বিটিআই সরাসরি উৎপাদন প্রতিষ্ঠান থেকে সিটি করপোরেশনই আমদানি করবে।

এবার এডিস মশা বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, দেশে ভ্যাকসিন ল্যাবের অনুমতি নেই। মার্চে অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেলে কম দামে ভ্যাকসিন মিলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply