শিকার পেটে পুরে বিশ্রামে অজগর!

|

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি বেতবনে বিশ্রাম নিচ্ছে অজগরটি। হরিণ, শিয়াল বনশূকর অথবা অন্য কোন বন্যপ্রাণি আহারের পর হজম করতে অজগরের এই বিশ্রাম।

লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন সম্প্রতি এই অজগরটির ছবি তোলেন। তিনি জানান, গভীর বনে টহলে গিয়ে সাপটিকে এই অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে এখানেই সে শিকার ধরে আহার করে বিশ্রাম নিচ্ছে। কারণ চারদিকে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে।

রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, অজগর বড় শিকার ধরে খাবার পর হজম করতে তত বেশি সময় লাগে। এসময়টা এভাবেই বিশ্রাম নিয়ে পড়ে থাকে। হজম হয়ে গেলে পূণরায় শিকারের খুঁজে বের হয়। এই সাপটি যে আকারের শিকার খেয়েছে হজম করতে এক মাসের বেশি সময় লাগবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply