চীনে মুসলিমদের জোর করে ধর্মান্তরিত করা যাবে

|

চীনে জোরপূর্বক উইঘুর মুসলিমদের ধর্মান্তরিত করার প্রক্রিয়াকে এবার বৈধতা দিলো সরকার। এতদিন গোপনে মুসলমানদের প্রেসিডেন্ট জিনপিং’র প্রতি আনুগত্য আনতে বাধ্য করা হতো।

কাগজপত্রে প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণকেন্দ্র উল্লেখ করে বলা হয়েছে, এগুলোর মূল কাজ ধর্মীয় উগ্রবাদ ঠেকানো। নতুন আইনের অধীনে, মুসলিমদের ‘হালাল’ খাদ্যাভ্যাস ও অন্যান্য জীবনচর্চাকে চীনের কাঠামো অনুযায়ী রূপান্তরিত করা হবে। এছাড়া, শেখানো হবে চীনা ভাষা-মান্দারিন, বিভিন্ন আইনের ধারা এবং দেয়া হবে কারিগরি প্রশিক্ষণ।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ- মতাদর্শ পরিবর্তনের নামে আসলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আনুগত্য স্থাপনে বাধ্য করা হচ্ছে উইঘুরদের। এর আগে, চীনা সরকারের বিরুদ্ধে ১০ লাখের বেশি উইঘুরকে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply