রাখাইন ছাড়ছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা

|

মিয়ানমার জান্তার সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘাতকে কেন্দ্র করে রাখাইন ছেড়ে যাচ্ছে জাতিসংঘসহ বিদেশি বিভিন্ন সংস্থা। রাখাইনে কাজ করা বেসরকারি সংস্থার একটি বিশ্বস্ত সূত্র স্থানীয় সংবাদমাধ্যমকে এ কথা জানায়।

রাখাইনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ (ইউএনডিপি) জাতিসংঘের বেশকিছু সংস্থার দফতর রয়েছে। গত কয়েদিনে রাজ্যটির বিভিন্ন এলাকায় কর্মরত জাতিসংঘের প্রায় ৩০০ কর্মীকে সিত্তে শহরে নেয়া হয়।

এরইমধ্যে ভারতীয় উপ-দূতাবাসের কর্মীরা সিত্তে শহর ছেড়েছেন। পাশাপাশি, দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবাধে চলাচলের ওপরও বিধিনিষেধ দিয়েছে দিল্লি। এছাড়া, জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যাও কমানো হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply