আয়াতুল্লাহ খামেনির ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা

|

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মূল প্রতিষ্ঠান মেটা এই তথ্য জানিয়েছে।

কনটেন্টের নীতিমালা লঙ্ঘনের দায়ে খামেনিকে ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ করার কথা জানিয়েছে মেটা। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে চাপে রয়েছে মেটা। ইসরায়েল বিরোধী এবং হামাসের পক্ষে কোনো তথ্য এবং ভিডিও প্রচারে আরোপ করা হয়েছে কড়াকড়ি। এ যুদ্ধে হামাসের পক্ষ নিয়েছেন খামেনি।

ধারণা করা হচ্ছে, এ কারণেই তার ওপর এই কড়াকড়ি। যদিও এ যুদ্ধের নিজেদের সংশ্লিষ্টতার কখা অস্বীকার করেছে ইরান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply