ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম, কেজিপ্রতি বেড়েছে ২০-৩০ টাকা

|

আবারও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। কেজিপ্রতি বেড়েছে ২০ টাকার বেশি। চার দিনের ব্যবধানে দামের এমন ঊর্ধ্বগতিতে হতবাক ক্রেতা। যদিও নতুন পেঁয়াজ উঠেছে। তাতেও দামের নাগাল মিলছে না।

ব্যবসায়ীরা বলছেন, যোগান কমা এবং আমদানি বন্ধ থাকা এর অন্যতম কারণ। তবে ক্রেতাদের মত, রোজাকে সামনে রেখেই মূল্য বৃদ্ধির এ পাঁয়তারা।

ভারত পেঁয়াজ রফতানি বন্ধের পর দেশে এক দফায় বাড়ে দাম। কিছুদিন ধরে ৯০-১০০ টাকায় কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও গত বৃহস্পতিবার থেকে অস্থির পেঁয়াজের বাজার। রাজধানীর পাইকারি আড়তে প্রতি কেজির মূল্য এখন ১১০ থেকে ১১৫ টাকা।

যোগান কমা নিয়ে ব্যবসায়ীদের ভাষ্য, মুড়িকাটা পেঁয়াজ এখন শেষ পর্যায়ে। চীনের পেঁয়াজের যোগান খুবই কম। ভারত থেকেও আসছে না পেঁয়াজ।

যদিও উল্টো অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে। রোজাকে সামনে রেখে আগেভাগেই দাম বাড়িয়ে দিচ্ছে অসাধু সিন্ডিকেট। হুট করে দাম বৃদ্ধির এমন কারণ খোঁজার উদ্যোগ নেয়নি সরকারের কোনো প্রতিষ্ঠান।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব বলছে, বছরের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ২০০ শতাংশের বেশি। গত বছরের এই সময়ে পেঁয়াজের কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা।

/এটিএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply