সহজ জয়ে শেষ আটের পথে পিএসজি

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। কিলিয়ান এমবাপ্পে ও বাহলি বারকোলার গোলে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখলো ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

প্যারিসে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রথমার্ধে পিএসজির এলোমেলো ফুটবল। তাদের রক্ষণে বেশ কয়েকবার ভীতি ছড়ায় সফরকারীরা। বিরতির ঠিক আগে সোসিয়েদাদের স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোর বাঁ পায়ের শট ক্রসবারে লাগলে গোল শূন্য ড্র’ইয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে সোসিয়েদাদের ওপর চাপ বাড়ায় পিএসজি। ৫৮তম মিনিটে গোলের দেখা পায় প্যারিসের ক্লাবটি। কর্নারে মার্কিনিয়োসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে ৬৮ ম্যাচে এমবাপ্পের গোল হলো ৪৪টি। তিনি ছাড়িয়ে গেলেন ৪৩ গোল করা সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে।

ম্যাচের ৬৪তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন এমবাপ্পে। বক্সের বাইরে থেকে তার ডান পায়ের জোরালো শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। ৭০তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ফাবিয়ান রুইসের পাস বাঁ দিকে পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। নিচু শটে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন তরুণ ফরাসি ফরোয়ার্ড।

শেষ দিকে মার্কো আসেন্সিওর প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শির্ষ্যরা। আগামী ৫ মার্চ সোসিয়েদাদের মাঠে হবে ফিরতি লিগ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply