সৌদিতে সম্মেলন বর্জন করল আন্তর্জাতিক সংবাদমাধ্যম

|

সাংবাদিক জামাল খাশোগিকে গুমের প্রতিবাদে, সৌদি আরবে অনুষ্ঠেয় একটি সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিউ ইয়র্ক টাইমস, সিএনবিসি, সিএনএন, ব্লুমবার্গ, দ্য ইকোনমিস্ট, ফাইনান্সিয়াল টাইমস।

রিয়াদে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ শীর্ষক সম্মেলনটি অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। তিনদিনের এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার আমন্ত্রিত অতিথির অংশ নেয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রখ্যাত ব্যক্তিবর্গের বক্তব্য দেয়ার কথা থাকলেও, একই ইস্যুতে সম্মেলন বর্জন করছেন তারাও।

এদিকে, খাশোগির ভাগ্যে কী ঘটেছে? সে বিষয়ে সৌদি প্রশাসনের স্পষ্ট জবাবদিহিতা চেয়েছে ফ্রান্স এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা।

উত্তেজনা নিরসনে তুরস্কে পৌঁছেছে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল।

এর আগে, ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে খাশোগিকে হত্যার প্রমাণ হিসেবে ভিডিও ও অডিও ফাইল সংগ্রহের কথা জানায় আঙ্কারা।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply