হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ৮ দিন বন্ধ

|

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকবে। আজ থেকে তা কার্যকর হয়েছে। আগামী ২১ অক্টোবর রোববার থেকে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালু হবে।

ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। এদিকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পূজা উপলক্ষে শুধু সরকারী ছুটির দিন ছাড়া ট্রাকে পণ্য উঠা-নামার কাজ স্বাভাবিক থাকবে।

ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, এ সময় চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply