বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগার রনির

|

ছবি: সংগৃহীত

বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক হলেন আবু হায়দার রনি। প্রথমবার, মাত্র ১৩ বলের মধ্যে ৫ রানে ৫ উইকেট নেন রনি। আগের সেরা বাংলাদেশি বোলিং ফিগার ছিল সাকিব আল হাসানের, ১৬ রানে ৫ উইকেট। সবমিলে বিপিএলে এটি চতুর্থ সেরা বোলিং ফিগার। শীর্ষ তিনটি বোলিং ফিগারের মালিক তিন পাকিস্তানি- মোহাম্মদ আমির, মোহাম্মদ সামি এবং ওয়াহাব রিয়াজ।

এর আগে, খেলেছিলেন জাতীয় দলে। ছিলেন- বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলেও। ২০১২ সালে, এসিসি অনূর্ধ্ব-১৯ দলেও ছিলো উজ্জ্বল রেকর্ড। ৫ দশমিক চার ওভার বোলিং করে দেন ১০ রান; তুলে নেন ৯ উইকেট।

সোমবার, বিপিএলের আসরে ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ফরচুন বরিশালের সংগ্রহ ১০০ রান। নিশ্চিতভাবেই বড় সংগ্রহের পথে ছিলো তামিম ইকবালের দল। ১৩তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবু হায়দার রনি। এক ওভারে তিন উইকেট নিয়ে বরিশালের মেরুদণ্ড ভেঙ্গে দেন এই পেসার।

৪ ওভারে ১২ রানে ৫ উইকেট শিকার করেছেন রনি। যা, বিপিএলে বাংলাদেশের কোনো বোলারের সেরা অর্জন। এর আগের রেকর্ড ছিলো সাকিব আল হাসানের। ২০১৭-১৮ মৌসুমে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের সাকিব।

বোলিংয়ে এসে প্রথম বলেই মুশফিকুর রহিমকে আউট করেন রনি। ২ বল পর সৌম্য সরকারকে বোল্ড করেন। একই ওভারের পঞ্চম বলে কাইল মায়ার্সকেও ফেরান ক্যাচে। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট নেন রনি। তৃতীয় ওভারে আউট করেন মেহেদী হাসান মিরাজকে।

প্রথম ১৩ বলে ৫ রানে ৫ উইকেট নেন রনি। বিপিএলের ইতিহাসে সেরা বাংলাদেশি বোলিং ফিগার; সব মিলিয়ে ৪র্থ সেরা। তবে বিপিএলে সবচেয়ে সেরা বোলিং ফিগার মোহামদ আমিরের; ৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট। ২য় সেরা বোলিং মোহাম্মদ সামির। তালিকায় ৩য় স্থানে ওয়াহাব রিয়াজ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply