ইয়েমেনে শিশু হত্যার অভিযোগ অস্বীকার সৌদির

|

(শিশুটির নাম উদয় ফয়সল। বার্তা সংস্থা এপির ফটোগ্রাফার ইয়েমেনের রাজধানী সানা’র আল সাবীন হাসপাতালে এই ছবিটি তুলেন ২০১৬ সালের ২২ মার্চ। তার দুইদিন পর উদয় মারা যায়। জাতিসংঘ বলছে, সৌদি জোটের বিমান হামলার কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার শিশু মারা গেছে।)

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বিমান হামলায় শিশুহত্যার অভিযোগ অস্বীকার করে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘ।

এর প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়ে শুক্রবার বিবৃতি দেন জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দাল্লাহ আল-মৌয়াল্লিমি। প্রতিবেদনটিকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ আখ্যা দেন তিনি। ইয়েমেনে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সৌদি আরব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে বলেও দাবি করেন দূত।

জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটিতে বলা হয়, গত এক বছরে ইয়েমেনে সৌদি জোটের নির্বিচার বিমান হামলায় নিহত ও বিকলাঙ্গ হয়েছে অন্তত ৬৮৩ শিশু। এ সময়ে স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক স্থাপনায় অন্তত ৩৮টি বিমান হামলার ঘটনাও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply