ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি হাসপাতাল খালি করে বনভোজনে গেলেন ২৫ চিকিৎসক!

|

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরুতেই পরিবার-পরিজন নিয়ে বনভোজনে গেলেন হাসপাতালের কমপক্ষে ২৫ জন চিকিৎসক। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়।

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চিকিৎসকরা হবিগঞ্জের একটি রিসোর্টে বনভোজনে যান। বিকেলে তাদের সাথে আরও ১০ জন চিকিৎসক ও তাদের পরিবার যোগ দেয়।

নাম প্রকাশ না করার শর্তে রিসোর্টের এক কর্মকর্তা জানান, রিসোর্টে আসতে হলে আগে থেকেই বুকিং দিতে হয়। ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকদের বনভোজনের জন্য বেশ কিছু রুম বরাদ্দ নেয়া হয়েছিল।

বিষয়টি স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, চিকিৎসকরা বনভোজনে গিয়েছিলেন। তবে কয়েকজন অনুপস্থিত থাকলেও চিকিৎসা সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply