ইতালিতে ভেনিস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

|

জাকির হোসেন সুমন, ইতালি:

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ইতালির ভেনিসের ক্রিড়া সংগঠন এ সি এস ভেনিস ক্লাব। বাংলাদেশের সাথে মিল রেখে একুশের প্রথম প্রহরে ভেনিসের মারঘেরায় একটি ভবনের পাশের খোলা স্থানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

শহীদ দিবসে বাংলাদেশ সময় রাত ১২টা ১মিনিটে ও ইতালি সময় রাত ৭টা ১মিনিটে এ সি এস ভেনিস ক্লাবের অস্থায়ী নির্মিত শহীদ মিনারে বীর শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন ভেনিস শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান, আক্তার হোসেন, মোশাররফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জল, মোশারফ হোসেন, আক্তার খান, মোস্তফা মিয়া, তোফাজ্জল, সম্মিলিত নাগরিক কমিটি ভেনিসের সভাপতি আবুল কাশেম শিকদার, তমাল আহমেদসহ অর্ধশতাধিক আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সে সময় ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি ও ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply