অবশেষে নাভালনির মরদেহ হস্তান্তর করা হয়েছে মায়ের কাছে

|

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মরদেহ হস্তান্তর করা হয়েছে তার মায়ের কাছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোব্লগিং সাইট এক্স-এ পোস্ট করা বার্তায় বলা হয়, শেষকৃত্যের আয়োজন এখনও বাকি। মরদেহ ফেরত পাওয়ার জোরালো দাবির জন্য নাভালনির সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান নাভালনির মা।

এর আগে, মরদেহ গোপনে সমাহিত করতে চাপ দেয়া হয় নাভালনির মা লিয়ুডমিলাকে। নয়তো কারাগারেই কবর দেয়া হবে বলে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। বিরোধী নেতার স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করে ডেথ সার্টিফিকেটে স্বাক্ষর করতেও বাধ্য করা হয় লিয়ুডমিলাকে।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিকের কারাগারে বন্দি অবস্থায় মৃত্যু হয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির। এরপর ২০২০ সালের আগস্টে বিষপ্রয়োগের শিকারও হয়েছিলেন তিনি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply