ইউক্রেন যুদ্ধের দুবছর পূর্তিতে রাশিয়ার সামরিক প্রদর্শনী

|

ছবি: রয়টার্স

ইউক্রেন-রাশিয়ার উত্তেজনার মধ্যেই বড় ধরণের সামরিক সরঞ্জামের প্রদর্শনী আয়োজন করলো রাশিয়া। ইউক্রেন যুদ্ধের দুবছর পূর্ণ হওয়ার দিনে দেশটির সেন্ট পিটার্সবার্গে হয় এই এক্সিবিশন। খবর রয়টার্সের।

শনিবারের (২৪ ফেব্রুয়ারি) প্রদর্শনীতে নিজ দেশের সামরিক শক্তি সামনে থেকে দেখার সুযোগ পেয়েছে রুশ নাগরিকরা। ‘আর্মি ডে’ উপলক্ষ্যে দুদিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয় রাশিয়ায়। সামরিক সরঞ্জামের বিশেষ প্রদর্শনী তারই অংশ। ট্যাংক, রকেট লঞ্চার, গোলাবারুদসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ছিল প্রদর্শনীতে। এসব অস্ত্রশস্ত্র দেখার সুযোগ পেয়েছেন অপ্রাপ্তবয়স্করাও।

অন্যদিকে, মস্কো-কিয়েভ লড়াইয়ের দুবছর উপলক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, যেকোনো সুস্থ মানুষ যুদ্ধের অবসান চাইবে। আমরাও চাই। তবে সৃষ্টিকর্তার নির্ধারিত দিনে আমাদের জয় হবেই। আর সেই জয়কে ছিনিয়ে নিতেই চলবে এই যুদ্ধ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply