পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

|

মরিয়ম নওয়াজ

মরিয়ম নওয়াজ

পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ শরিফ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। পিএমএল-এন’এর মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম নওয়াজ। ২২০ জন আইনপ্রণেতার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মনোনিত প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে ভোটাভুটি বয়কট করে তারা। ধর্মভিত্তিক দলটির জোটে যোগ দিয়েছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী প্রদেশ হিসেবে বিবেচনা করা হয় পাঞ্জাবকে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষই এ প্রদেশের বাসিন্দা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply