মেঘনায় ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ৮ জেলের কারাদণ্ড

|

লক্ষ্মীপুর প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরায় লক্ষ্মীপুরের রামগতিতে ৮ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক তাদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এর আগে সকাল থেকে মেঘনা নদীর চর আবদুল্লাহ হুজুরের খাল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহাজান, শাহিন, সাহব্বিন, শাকিল, শাহাদাত. শাহেদে, সালাউদ্দিন ও গোফাল ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, নিষিদ্ধ সময়ে আইন অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৮ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অপর ৩ জেলে কিশোর হওয়ায় তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য ৭-২৮ অক্টোবর ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনায় সকল প্রজাতির মাধ ধরার অপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় মাছ আহরন, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ন নিষিদ্ধ। এ আইন অমান্য করলেই জেল বা জরিমান অথবা উভয় দন্ডে দন্ডিতের বিধান রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply