‘রোজায় আল আকসায় প্রবেশে বাধা দিলে মাসুল গুনতে হবে ইসরায়েলকে’

|

রোজায় আল আকসায় প্রবেশে বাধা দিলে মাসুল গুনতে হবে ইসরায়েলকে

রোজায় আল আকসায় প্রবেশে বাধা দিলে মাসুল গুনতে হবে ইসরায়েলকে

রমজানে পবিত্র আল-আকসায় ফিলিস্তিনি মুসলিমদের প্রবেশে বাধা দেয়া হলে; চরম পরিণতি দেখতে হবে ইসরায়েলকে। এমন সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি আফ্রিকা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার, আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে তার সাক্ষাৎ হয়। যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, উগ্র ইসরায়েলি রাজনীতিকরা আল আকসায় মুসলিমদের প্রবেশে কড়াকড়ি আরোপ করতে চায়। যা, পুরোপুরি অবান্তর। তার দাবি, এ পদক্ষেপ আরও খারাপ করবে পরিস্থিতি।

এরদোগান আরও বলেন, পশ্চিমাদের সমর্থনেই এমন আগ্রাসী আচরণ করছে তেল আবিব। এ ধরণের পদক্ষেপ নিঃসন্দেহে খারাপ পরিস্থিতি তৈরি করবে। ইসরায়েলি প্রশাসন আমাদের ভাই, বোন, শিশুদের নির্বিচারে হত্যা করছে। খাবারের জন্য লাইনে দাঁড়ানো মানুষও হত্যাযজ্ঞের শিকার। কোনো আইনের তোয়াক্কা না করা ইসরায়েলের এমন আগ্রাসী আচরণের সবচেয়ে বড় কারণ পশ্চিমাদের সমর্থন। নিপীড়নের জবাব দিতে ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ও সমঝোতা সবচেয়ে জরুরি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply