‘তাইওয়ানের স্বাধীনতার দাবি বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ড’

|

তাইওয়ানের স্বাধীনতার জন্য নেয়া যেকোনো পদক্ষেপই তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্টের সবচেয়ে বড় কারণ। বৃহস্পতিবার (৭ মার্চ) এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর ডয়েচে ভেলের।

অঞ্চলটির স্বাধীনতার দাবিকে বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডও আখ্যা দেন তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন দিচ্ছে, তারা মূলত চীনের সার্বভৌমত্বকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তেকেও ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে আসছে বেইজিং।

ওয়াং ই বলেন, তাইওয়ানের নির্বাচন চীনের অধীনে স্থানীয় নির্বাচন ছাড়া আর কিছুই না। আর নির্বাচনের ফলাফলও ঐতিহাসিক সত্যকে পরিবর্তন করবে না। তাইওয়ান অবশ্যই চীনের অংশ। যারা তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক রেখেছে, তারা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply