আইসিসি বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

|

বিশ্ব পরিভ্রমণে বেরিয়েছে আইসিসি-২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। এর অংশ হিসেবে বুধবার সকালে বাংলাদেশে এসেছে সোনালি ট্রফিটি। বৃহস্পতিবার এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। সব শ্রেণি-পেশার মানুষের জন্য সেটি উন্মুক্ত থাকবে।

পাকিস্তান থেকে ট্রফিটি এসেছে বাংলাদেশে। এ মুহূর্তে বিশ্বকাপ ট্রফি রয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে। জাতীয় দলের ক্রিকেটারদের দেখার জন্যই ট্রফিটি সেখানে রাখা হয়েছে।

ট্রফিটি শুক্রবার যাবে সিলেটে। সেখান থেকে ২০ অক্টোবর যাবে চট্টগ্রামে। সব মিলিয়ে চার দিন বাংলাদেশে থাকবে ট্রফিটি।

২৭ আগস্ট দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে বিশ্বভ্রমণে বের হয় বিশ্বকাপ ট্রফি। পাঁচ মহাদেশ, ২১ দেশ ও ৬০টির বেশি শহরে ঘুরে বেড়াবে সেটি।

আগামী বছরের ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছে যাবে ট্রফিটি। ১৪ জুলাই ২০১৯ সালের ফাইনালি লড়াইয়ে জয়ী দলের হাতে উঠবে সেটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply