সোনারগাঁয়ে ভোট গণনাকে কেন্দ্র করে যুবক নিহত

|

স্টাফ করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। নিহত যুবকের নাম হৃদয় ভূঁইয়া (২৪)। এছাড়া আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৯মার্চ) সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ভূঁইয়া দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূঁইয়ার ছেলে। নিহতের ভাই লিটন ভূঁইয়া বলেন, ভোটগ্রহণ শেষে গণনার সময় মোরগ প্রতীকের সদস্য প্রার্থী আজিজ সরকারের লোকজন তার নেতৃত্বে আমাদের পক্ষের প্রার্থী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় আমার ভাই হৃদয় ভূঁইয়া গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে ৮ জন পুলিশ সদস্যও আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply