শারদীয় দুর্গা পূজার মহানবমী আজ

|

শারদীয় দুর্গা পূজার আজ মহানবমী। মহানবমীতে অনুষ্ঠিত হবে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা।

শাস্ত্র অনুযায়ী শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দেবীর মহানবমী পূজা হবে। নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। এই সন্ধিক্ষণেই মহিষাসুর নিধনের সময় দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। তাই পূজার এই আচারের সময় দেবীকে চামুণ্ডা রূপে পূজা করা হয়।

আবার একই সময় দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। তাই ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে দুর্গা পূজিত হবেন।

নানা আচারের মধ্যদিয়ে মহানবমীর পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হবে। এরপরের দিনই বিজয়া দশমী। মর্ত্য ছেড়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply