দেশে দেশে রোজার আমেজ

|

রহমত, মাগফেরাত আর নাজাতের পয়গাম নিয়ে বছর ঘুরে এলো কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রমজান। প্রত্যেক মুমিনের জন্য ধৈর্য ও ত্যাগের মাস এটি। মাসটি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বিশেষ একটি মাস। এই মাসে সাহরি খাওয়া, ইফতার করা, তারাবি পড়া, কোরআন মাজিদ তিলাওয়াত করা ও ইতিকাফ করার মধ্যে রয়েছে তৃপ্তি ও আনন্দ। তাই তো সারা পৃথিবীজুড়ে রোজায় মুসলিমদের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়ে।

রমজানের প্রথম তারাবির নামাজের জন্য নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে জড়ো হয় বহু মুসল্লি। নামাজ আদায় শেষ হলে একজন হাতে পবিত্র কোরআন মাজিদ নিয়ে দু’হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করছেন।
রমজান উপলক্ষে কুয়েত সিটির একটি বাজারের একজন বিক্রেতা দোকানের জিনিসপত্র সাজিয়েছেন নতুন করে।
রমজানের আগে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরার রাস্তা রং-বেরঙের আলোয় সাজানো হয়েছে।
রমজান মাস উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফুর্টে রাস্তায় রঙিন আলোয় সাজানো হয়েছে।
লন্ডনের পিকাডিলি সার্কাসে সামনে রমজান মাস উদযাপনের জন্য রঙিন লাইটের একটি দৃশ্য।
রমজানের প্রথম তারাবির জন্য নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে জড়ো হয়ে নামাজ আদায় করেন বহু মুসল্লি।
তুরস্কের ইস্তাম্বুলে সুলেমানিয়া মসজিদের মিনারগুলো রঙিন লাইট দিয়ে সাজানো হয়েছে।
রমজানে কাবুলের একটি বাজারে একজন বিক্রেতা তাসবিহ সাজিয়ে রেখেছেন।
মিশরের কায়রোর সাইয়িদাহ জয়নাবে রমজান উপলক্ষে স্টলগুলিতে বিক্রির জন্য প্রদর্শিত ‘ফ্যানাস’ নামক ঐতিহ্যবাহী লণ্ঠন সাজিয়ে রাখা হয়েছে।
পাকিস্তানের লাহোরে রমজান উপলক্ষে ঐতিহাসিক ‘বাদশাহী’ মসজিদে কার্পেট পরিষ্কার করছেন শ্রমিকরা।
রমজান উপলক্ষে কুয়েত সিটির একটি বাজারে একজন বিক্রেতা দোকান সাজাচ্ছেন।
রমজানে ইন্দোনেশিয়ার আত-তাকওয়া মসজিদে সন্ধ্যার নামাজ আদায় করেন হাজারো নারী।
রাফাহতে একটি শিশু একটি স্পার্কলার নিয়ে খেলছে।
কায়রোর ঐতিহাসিক মসজিদ আমর ইবনে আল আসে ‘তারাবীহ’র নামাজ আদায় করছেন মুসল্লিরা।

সূত্র: গালফ নিউজ

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply