গেজেট প্রকাশে ৫ নভেম্বর পর্যন্ত সময় পেল সরকার

|

নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হার মিঞার নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চের শুনানিতে এই আদেশ দেয়া হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে থাকায় ৫ সদস্যের বেঞ্চেই শুনানি অনুষ্ঠিত হয়। নিম্ন আদালতের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশে এর আগেও বেশ কয়েক দফা সময় নেয় রাষ্ট্রপক্ষ। সবশেষ গত ২০ আগস্ট এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ৬ আগস্ট বিষয়টি নিয়ে ৩ অক্টোবরের মধ্যে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় বসারও প্রস্তাব দিয়েছিল আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply