শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত আইয়ুব বাচ্চু

|

কেন্দ্রীয় শহীদ মিনারে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তী ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তার মরদেহ শহীদ মিনারে নির্মিত অস্থায়ী মঞ্চে আনা হয়। সেখানে শ্রদ্ধা জানানো হয় দুপুর সাড়ে ১২টা পযর্ন্ত। এরপর সেখান থেকে মরদেহ নেয়া হয় জাতীয ঈদগাহ ময়দানে। সেখানে বাদ জুমা প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর মরদেহ আনা হলে ভক্তরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এসময় আরো শ্রদ্ধা জানান, সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আইয়ুব বাচ্চু। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে সকাল ৯টা ৫৫ মিনিটে ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে এ রকস্টারের বয়স হয়েছিল ৫৬ বছর। তাকে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ গিটারিস্ট বলা হয়ে থাকে।

জানাজার নামাজ শেষে এ কিংবদন্তীকে নেয়া হবে তার প্রতিষ্ঠিত স্টুডিও এবি কিচেনে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজের জন্য নেয়া হবে। পরে মরদেহ পুনরায় হিমঘরে রাখা হবে।

অস্ট্রেলিয়া ও কানাড়া থেকে তার দুই ছেলে দেশে পৌঁছালে চট্টগ্রামের মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply