সাত মাস না যেতেই অবসর ভেঙে টেস্ট দলে হাসারাঙ্গা

|

ছবি- ফাইল

গত বছরের আগস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সীমিত ওভারের ক্যারিয়ার দীর্ঘ করতে মাত্র ২৬ বছর বয়সে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ৪ টেস্টের ছোট ক্যারিয়ারের সবশেষ ম্যাচটি ২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন তিনি।

অবসর নেয়ার সাত মাস না যেতেই আবারও শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন তিনি। টাইগারদের বিপক্ষে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সবাইকে অবাক করে দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হাসারাঙ্গা।

ওয়ানডে ও টি-টোয়েন্টিকে গুরুত্ব দিতেই অবসর নিয়েছিলেন হাসারাঙ্গা। সে সময় বোর্ডও তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। তবে এবার সিদ্ধান্ত বদলেছেন তিনি। বাংলাতেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply